নিজস্ব প্রতিবেদক:
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই. বি. ডব্লিউ. এফ.) সিরাজগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২৪ জানুয়ারি) বিকাল ৩.০০ ঘটিকায় সিরাজগঞ্জ শহরস্থ ভাষানী মিলনায়তনে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। আই. বি. ডব্লিউ. এফ. এর সিরাজগঞ্জ জেলা সভাপতি জনাব মোঃ রুহুল আমিন খশরুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ শহিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই. বি. ডব্লিউ. এফ. এর কেন্দ্রীয় সভাপতি এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর অডিট কমিটির সাবেক চেয়ারম্যান জনাব মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট জনাব সাইদুর রহমান বাচ্চু, আই. বি. ডব্লিউ. এফ. এর বগুড়া অঞ্চল পরিচালক জনাব মোহাম্মদ সেলিম রেজা।
অনুষ্ঠানে কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসায় খাতে বিশেষ অবদানের জন্য সিরাজগঞ্জ জেলার সুনামধন্য ব্যবসায়ী সৈয়দ স্পিনিং এন্ড কটন মিলস লি: এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আহম্মেদ রাফি তুহিন এবং লাভলু বাবুল কম্পোজিট টেক্সটাইলস লি: এর চেয়ারম্যান জনাব মো: আফজাল হোসেন লাভলু সহ ২৩ জনকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।কাউন্সিলে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন জনাব মোঃ রুহুল আমিন খশরু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জনাব খন্দকার আল আমিন।
সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ছয় শতাধিক ব্যবসায়ী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।