মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে খৃষ্টানদের বড়দিন উপলক্ষে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন,আমাদের সবার রক্তের রং লাল। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান, চাকমা, মারমা, হাজং,সাঁওতাল এসব আমাদের ধর্মীয় পরিচয়। আমাদের একটায় পরিচয় আমরা বাংলাদেশী। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে উন্নয়ন দিকে এগিয়ে যেতে পারবো।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ৩ টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ৭৯টি গীর্জায় এসময় আর্থিক অনুদান প্রদান করা হয়।
জাহিদ হোসেন বলেন, আপনারা যারা শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাস করেন, খালেদা জিয়া আমাদের নেত্রী, তারেক রহমান আমাদের নেতা। রাষ্ট্র কিভাবে সুন্দর ভাবে পরিচালিত হবে, সেটির কর্মসূচি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দেওয়া ৩১ দফা। সেখানে আপনার আমার বিচারক, পুলিশ, কৃষক,শ্রমিক সকল শ্রেণীপেশার মানুষ থেকে শুরু করে সকল ধর্মাবলম্বী মানুষের কথা আছে।
তিনি আরও বলেন, আমাদের ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলাদল সর্বত্রই বিএনপিতে আপনাদের অংশগ্রহন চাই। আমি আপনাদের আহবান জানাবো কোন অবস্থাতেই আর দূরে থাকা নয়, আসেন আমরা কাছাকাছি হই। আমরা আপনাদের বোঝার চেষ্টা করব আপনারাও আমাদের বোঝার চেষ্টা করবেন। এদেশের এবং মানুষের উন্নয়নে আমরা একসাথে কাজ করব।
অনুষ্ঠানটি উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ সভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া,সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহবুবুর রহমান চৌধুরী,পৌর বিএনপির ভারপ্রাপ্ত সা: সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলম,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু, উপজেলা আন্তঃমান্ডলিক খ্রিস্টান ফেলোশিপের সভাপতি সনাতন মার্ডি প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat