সাইদুল ইসলাম,প্রতিবেদক:
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, শুধু আওয়ামী লীগ নয় এই ৫৪ বছরে যারাই রাষ্ট্র পরিচালনা করেছে তারা সবাই দূর্নীতি করেছে। তারা সবাই আমাদের সন্তানদের দূর্নীতিবাজ করেছে। আমাদের সন্তানকে টাকা দিয়ে চাকুরী দিয়েছে। যার জন্য তারা মানুষ হয় নাই। মানবিক হয় নাই। আমাদের সিস্টেম পরিবর্তন করতে হবে। নিয়ম পরিবর্তন করতে হবে। আমার সন্তান যেনো মানুষ হয়। আমার সন্তান মানুষের জন্য কাজ করতে শেখে নাই। আমার সন্তানকে আমি মানুষ হিসাবে দেখতে চাই।
আমরা এটা বাস্তবায়ন করতে পারলেই আমরা দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পাড়বো।
শনিবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জের ধানঘরা উচ্চ বিদ্যালয় মাঠে সন্ধান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত দূর্নীতিমুক্ত দেশ গঠনে আমাদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার কে আপনি সহায়তা করুন। কারো কথা শুনবেন না। আমাদের রাষ্ট্র আগে ঠিক করতে হবে। তার পর নির্বাচন হবে। একতাবদ্ধ না হলে দূর্নীতিমুক্ত দেশ গড়া যাবেনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলো বলেই এ আন্দোলন সফল হয়েছে।
আমাদের দেশে একটি সন্তান মায়ের পেটে থেকেই দূর্নীতির স্বীকার হয়। একজন মা যখন তার পেটের সন্তানের ভূমিষ্টের জন্য হাসপাতালে যান তখন কোন বিকল্প চেষ্টা না করেই সরাসরি সিজার বা অপারেশনের পরামর্শ দেন। আবার সেই সন্তান আরেকটু বড় হলেই যখন তার নানা অসুখ বিসুখে ঔষধের প্রয়োজ হয় তখন একজন দোকানদার ভেজাল ঔষধ দিয়ে দূর্নীতি করে। এভাবেই একটি সন্তান মায়ের পেট থেকে শুরু করে পৃথিবীতে পা রাখার পর মৃত্যু পর্যন্ত দূর্নীতির স্বীকার হচ্ছে। তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সিস্টেম পরিবর্তন করতে হবে।
অধ্যাপক ড. মো: আব্দুল মান্নানের সভাপতিত্বে ও নিমগাছী অনার্স কলেজের প্রভাষক আব্দুর রাজ্জাকের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি শামছুল ইসলাম, বিএনপি নেতা আয়নুল হক, রায়গঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আবুল কালাম বিশ্বাস, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, ডা: মাহমুদুল হক, সন্ধান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সরকারি বেগম নুরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের সাবেক অধ্যাক্ষ আব্দুল মোতালেব, জার্মান বিএনপি’র আহবায়ক সাব্বির আহমেদ, সিরাজগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শেখ রিয়াদ, ফয়সাল আহমেদ, রায়গঞ্জ পৌর বিএনপি’র সভাপতি হাতেম আলী সুজন, রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকাদ্দেস হোসেন শোহান প্রমুখ।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দসহ উৎসক জনতা উপস্থিত ছিলেন।