সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
দ্বিতীয় ধাপে ফরিদপুর জেলার সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মোট ১২ জন প্রার্থী অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় সালথা উপজেলা নির্বাচন অফিসার মো. ইমরানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সালথা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ ওয়াদুদ মাতুব্বর ও মোঃ ওয়াহিদুজ্জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে আছাদ মাতুব্বর, শওকত হোসেন মুকুল, মোঃ বাদল হোসেন, আমিন খন্দকার, মোঃ ওয়াজেদ শেখ ও মোঃ মোশাররফ হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফারজানা ইয়াসমিন, মোছাঃ মোরশেদা খানম, মোছাঃ শিরি বেগম ও সোহেলী বেগম।
প্রথম বারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা হয়েছে। ফলে প্রার্থী হতে ইচ্ছুক ব্যক্তিদের মনোনয়নপত্র জমা দিতে হয় অনলাইনে নির্ধারিত পদ্ধতিতে। এতে করে কোন প্রার্থী তাঁদের কর্মী–সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পাইনি।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রবিবার ২১ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন, বাছাই ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল। ২১ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat