মাসুম হোসেন অন্তু, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জে শাহজাদপুর পৌর শহরের শেরখালি উকিলপাড়া এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে ১২০ পিস ইয়াবাসহ স্বামী সৈকত লোদী ওরফে সাগর লোদী এবং তার স্ত্রী লাকী খাতুনকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
জানাজায় ৭ই মার্চ শুক্রবার সকালে একটি ভাড়া- বাড়িতে ওসি আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করেন এ সময় স্বামী ও স্ত্রী ইয়াবা সেবন কালে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা ৪৬০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত হলেন পৌর শহরের দারিয়াপুর এলাকার মৃত সাখাওয়াত খান লোদীর পুত্র সৈকত লোদী ওরফে সাগর লোদী, স্ত্রী ভাঙ্গরা উপজেলা চরভাঙ্গুরা গ্রামের নজরুল ইসলামের কন্যা লাকি খাতুন । এদের বিরুদ্ধে শাহজাদপুর থানায় একাধিক মামলার রয়েছে। এর আগেও শাহজাদপুর থানা পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে বের হলেও আবার এই মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।
৫ শে আগস্টের পর ওসি আসলাম আলী শাহজাদপুর থানায় যোগ দানের পর থেকে মাদক নির্মূলে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে তিনি জানান মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।