মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
চট্টগ্রামে মসজিদ ভাঙচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইসকনকে নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় শাহজাদপুর শিক্ষার্থীদের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শাহজাদপুর শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসের সামনে এসে শেষ হয়।
এ সময় বক্তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠনকে (ইসকন) বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান এবং আইনজীবী হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি সকল শিক্ষার্থীরা আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat