ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদ্রাসার এসএসসি(দাখিল) পরীক্ষার কেন্দ্র সচিবসহ ৪ জনকে অব্যাহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১২ টার দিকে ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদ্রাসায় এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে আকস্মিক কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও তাদেরকে পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে,পরীক্ষা কেন্দ্রে ব্যাপক অনিয়ম, কেন্দ্রে ১৪৪ ধারা বাস্তবায়ন না হওয়া, বিশৃঙ্খল পরিবেশ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীগণ যথাযথ দায়িত্ব পালন না করায় এ পদক্ষেপ গ্রহণ করেছেন ইউএনও।
অব্যাহতি প্রাপ্তরা হলেন- ঈশ্বরগঞ্জ ডি.এস কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো.শহিদুল্লাহ, মাদ্রাসার অফিস সহায়ক ফয়জুর রহমান, মো.সানাউল হক ও নৈশপ্রহরী বাচ্চু মিয়া। অব্যাহতি প্রাপ্ত কেন্দ্র সচিব মো. শহিদুল্লাহ'র পরিবর্তে নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ আহমেদকে। এছাড়া অব্যাহতি প্রাপ্ত অপর তিন জনের পরিবর্তে দায়িত্ব প্রাপ্তরা হলেন-উপজেলার মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী- কাম হিসাব সহকারী মিজানুর রহমান,আব্দুল খালেক মোকসুদা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. আশেকে মোস্তফা, মল্লিকপুর উচ্চ বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী আব্দুল মোতালেব।
এ ব্যাপারে জানতে অব্যাহতি প্রাপ্ত কেন্দ্র সচিব মো. শহিদুল্লাহর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল কেটে দেন।
এবিষয়ে ইউএনও মো.এরশাদুল আহমেদ বলেন,' কেন্দ্র পরিদর্শনের সময় দায়িত্বে অবহেলা এবং পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অসঙ্গতি পাওয়ায় কেন্দ্র সচিবসহ চার জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এসময় তাদের স্থলাভিষিক্ত হিসেবে নতুন কেন্দ্র সচিবসহ ৪ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। এসএসসি পরীক্ষায় কোন ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন,'চলমান এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে আমি মাঠে কাজ করে যাব ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat