মো. শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ।
আরো উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা জামাতের আমির মঞ্জুরুল হক, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, ঈশ্বরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস, আনসার ভিডিপির ভারপ্রাপ্ত কর্মকর্তা তাসলিমা আক্তার, ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইসহাক প্রমুখ।
এ সময় সভায় জানানো হয় আগামী ১৫ মার্চ উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ওই দিন উপজেলার ১১টি ইউনিয়নে ২৬৪ কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১টি স্থায়ী কেন্দ্রে দিনব্যাপী এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।
এ সময় প্রতিটি কেন্দ্রে ৬-১১ মাস বয়সী শিশুদের নীল কালারের ভিটামিন এ ক্যাপসুল, আর ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল কালারের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলায় ৬-১১ মাস বয়সী ৪হাজার ৫০০ জন শিশুকে এবং ১২-৫৯ মাস বয়সী ৫৯হাজার জন শিশুকে এ ক্যাম্পেইন এর আওতায় আনা হবে। একটি শিশুও যাতে ওইদিন টিকা খাওয়া থেকে বঞ্চিত না হয় সে জন্য সবাই কে সতর্ক থাকতে হবে এবং বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচারের অনুরোধ জানানো হয়।