শরিফুল আলম,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ইংরেজি প্রথম পত্র পরীক্ষার দিন বেলা ১২টার দিকে তিনি চরজিথর ও কোনাপনা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার পরিবেশ, প্রশ্নপত্র সরবরাহ ও নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক দিক পর্যালোচনা করেন।
এ বছর ঈশ্বরগঞ্জ উপজেলার মোট ৯টি কেন্দ্রে ৪ হাজার ৮৮৫ জন পরীক্ষার্থী মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিচ্ছে। সুষ্ঠু, নকলমুক্ত ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নজরদারি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম বলেন, উপজেলার সকল কেন্দ্র ও ভেন্যুতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শণ করেন।
পরিদর্শন শেষে ইউএনও মো. এরশাদুল আহমেদ বলেন, “পরীক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা দিতে পারে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। প্রশ্নফাঁস বা কোনো ধরনের অনিয়ম রোধে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।