শরিফুল আলম , ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজানের ১৭ তম রোজা উপলক্ষে ঈশ্বরগঞ্জ থানার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) ঈশ্বরগঞ্জ থানার কম্পাউন্ডে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল রহমানের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার। এ সময় ইফতার মাহফিল অনুষ্ঠানে দোয়া পরিচালনা, করেন ঈশ্বরগঞ্জ উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব, ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরশাদুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসাইন, রায়ের বাজার পুলিশ তদন্ত কেন্দ্র (আইসি) ইন্সপেক্টর (নিরস্ত্র) ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ এ.কে.এম হারুন -অর-রশীদ হারুন, যুগ্ম-আহবায়ক মোঃ আতিকুর রাজ্জাক ভূঞা হিরা, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা মঞ্জুরুল হক হাসান, পৌর বিএনপির আহবায়ক মোঃ নুরে আলম জিকু, ময়মনসিংহ উওর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মিন্টু, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন রাজনীতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।