
শরিফুল আলম , ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বাজার সমিতির নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও ইশতেহার প্রকাশ করেন পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি পদপ্রার্থী ও উপজেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক এ.কে.এম. হারুন-অর-রশীদ হারুন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে বিকাল ৩ টায় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়।
মতবিনিময়কালে দেওয়া বক্তৃতায় সভাপতি প্রার্থী নির্বাচিত হলে সাধারণ ব্যবসায়ীদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন।লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আমি যদি জয়ী হতে পারি তাহলে ব্যবসায়ীদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবো। ব্যবসায় নিরাপত্তায় নতুনমাত্রা যোগ করবো। আলোক স্বল্পতা নিরসনে কাজ করবো। বাজারের প্রতিটি পয়েন্টে পয়েন্টে সিসিটিভি ক্যামেরা সংযোগ স্থাপন করবো। হটলাইন ও অভিযোগ বক্স স্থাপনের মাধ্যমে মাসিক সভায় ব্যবসায়ীদের সমস্যা সমাধানে কাজ করবো। রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থা উন্নতকরণে কাজ করবো৷ চুরি ও দূর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। বক্তব্য শেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই যুগ পর ঈশ্বরগঞ্জে আগামী ২৫শে ফেব্রুয়ারি পৌর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন হতে যাচ্ছে। এতে ৪টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেখানে ৮৭৪ জন ভোটার ভোট প্রদান করবেন। সভাপতি পদে লড়ছেন তিনজন প্রার্থী। এতে সভাপতি পদে ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ.কে.এম. হারুন-অর-রশীদ হারুন।