শরিফুল আলম , ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ৩নং সরিষা ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় সরিষা ডেকুয়ারচর দাখিল মাদরাসার মাঠে ৩নং সরিষা ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠানে ঈশ্বরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো.তাজুল ইসলাম রয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত আহবায়ক ও ১৫৩ ময়মনসিংহ-৮ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ও ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম ভূঞা মনি, বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি,ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ.কে.এম. হারুন -অর-রশীদ, যুগ্ম-আহবায়ক মো. আতিকুর রাজ্জাক ভূঞা হিরা, যুগ্ম-আহবায়ক মোঃ আহসান পারভেজ, যুগ্ম-আহবায়ক মো. শাহজাহান জয়পুরী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, ময়মনসিংহ উওর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামাল হোসেন সরকার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশিদ, ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলেরর আহ্বায়ক নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন,ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো.শাহ সৌরভ,ঈশ্বরগঞ্জ উপজেলা শ্রমিক দলের যুগ্ম-আহবায়ক মো.আবু তাহের,ইউনিয়ন নেতাবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ৩নং সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবু তাহের মেম্বার, সাধারণ সম্পাদক মো. এমদাদুল্লাহ খাঁন জামান, এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, আজকে ৫ আগষ্টের পরে সরিষা ইউনিয়নে এই প্রথম শ্রমিক দলের কর্মী সম্মেলন হচ্ছে। আজকে আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশে এইরকম একটি কর্মী সম্মেলন করতে পারচ্ছি, আপনারা শ্রমিক দলের ইউনিয়নের প্রার্থী হয়েছেন যে ভাবে বিভিন্ন ভাবে বিভিন্ন শ্রেণির মানুষ নিয়ে শর্তপূর্ত ভাবে হাজার হাজার মানুষ নিয়ে কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন এর জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। সবাইকে আমরা পদ দিতে পারবো না সবাই নির্বাচিত হতে পারবেন না। যারা যোগ্য তারাই নির্বাচিত হবে এবং তারা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে হবে। আপনারা মনে রাখবেন শ্রমিকদের ঐক্যই আগামীর বাংলাদেশ তাই যারা নির্বাচিত হবেন আপনার শ্রমিকদের বিভিন্ন দুঃখ, কষ্ট, আপনারাই দেখভাল করবেন।