উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উধুনিয়া পিকনিক স্পটে নৌকায় পিকনিকের নামে অশ্লীলতার অভিযোগে চার নারীসহ মোট ২৪ জনকে গ্রেফতার করে উল্লাপাড়া মডেল থানার পুলিশ । বৃহস্পতিবার আদালতের মাধ্যমে এদেরকে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে । এদের মধ্যে ৪ জন নারী ও ২০ জন পুরুষ। পরুষ ২০ জনের বাড়ি উপজেলার সলঙ্গা ইউনিয়নের ভরমোহনী গ্রামের বলে জানা গেছে। উল্লাপাড়া মডেল থানার এস আই মো. আব্দুস ছালাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। মডেল থানা সুত্রে জানা যায় , উপজেলার উধুনিয়া এলাকায় বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অনেকেই নৌকা নিয়ে পিকনিক করতে আসে । এই সুযোগে কিছু অসাধু লোক মেয়েদের নিয়ে নৌকায় পিকনিকের নামে অশ্লীল নাজ-গান শুরু করে যা অনেকের জন্য কষ্টদায়ক । বিষয়টি জানতে পেরে বুধবার সন্ধ্যায় উধুনিয়ার ওই পিকনিক স্পষ্টে অভিযান চালিয়ে মডেল থানা পুলিশ মোট ২৪ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে ।
গ্রেফতারকৃতরা হলেন হলেন- দেওয়ানগঞ্জ থানার আখি খাতুন (২০), বাগমারা থানার পিংকি খাতুন (২৫), বাকেরগঞ্জ থানার রিনা খাতুন( ২০) ও পটুয়াখালীর অঞ্জনা (২৯) । আরো বিশজন হলো - উপজেলার সলঙ্গা ইউনিয়নের ভরমোহনী গ্রামের শাকিব হাসান (২০), সবুজ (২০), রুহুল হোসেন (২০), এমদাদুল হক সাদ্দাম (৩০), ফটিক (৪২), একরামুল হাসান (২১), মামুন (১৯), ইকবাল হোসেন (৩৫), শাহজাহান (৩৫), রাশেদ (২২), শামীম (২২), হাসান (২৮), তেলকুপি গ্রামের রুবেল (২১), চরগোজার রিয়াজউদ্দীন (২০), চর বেড়ার নাইমউদ্দীন (২৩), মানিকদিয়ারের রবিউল (২১), মাছিয়াকান্দির কোরবান (৩৮), বওলাতলার আ মজিদ (২২), দশাখালীর রাজু আহমেদ (২২), আলীগ্রামের মামুন (১৯)।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat