প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৬:১৬ পি.এম
উল্লাপাড়ায় আ’লীগ নেতা বাপ্পি গ্রেফতার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বজলার রহমান বাপ্পি বড়পাঙ্গাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক ও চক খাদুলী গ্রামের সামছুল আলমের ছেলে।
রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের চক খাদুলীর তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে আদালতের মাধ্যমে তাকে সিরাজগঞ্জ জেলা হাজতে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল হাসান জানান, গত ৫ আগস্টের পর দায়েরকৃত মামলা তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। চলমান পরিস্থিতিতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat