প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৪, ১:০৭ এ.এম
উল্লাপাড়ায় কোটা আন্দোলনকারীদের রাজপথে বিক্ষোভ মিছিল

উল্লাপাড়া প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘অপমানজনক’ বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের একদফা দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে কোটা আন্দোলনকারীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৪ টার পর উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ থেকে শিক্ষার্থীদের মিছিলটি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের সময় ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে মুখোমুখি হয়। এ সময় পুলিশ উভয় দলের গতিরোধ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে স্থানীয় সরকারি আকবর আলী কলেজ, এইচটি ইমাম ডিগ্রি কলেজ, বড়পাঙ্গাসী জাতীয় তরুণ সংঘ কলেজ, রাজমান কলেজ, বড়হর স্কুল এন্ড কলেজ, কুচিয়ামারা কলেজের প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীরা যোগ দেয়।
এ সময় বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘চেয়েছিলাম অধিকার-হয়ে গেলাম রাজাকার’, ‘লাখো শহীদের রক্তে কেনা-দেশটা কারো বাপের না’, ‘তুমি নও আমি নই- রাজাকার রাজাকার’ ‘কে রাজাকার কে রাজাকার- তুই রাজাকার তুই রাজাকার’, ‘আমরা নাকি রাজাকার-ধিক্কার ধিক্কার’ ‘এসো ভাই এসো বোন-গড়ে তুলি আন্দোলন’, ‘কোটা না মেধা-মেধা - মেধা’, ‘আপস না সংগ্রাম- সংগ্রাম সংগ্রাম’,-স্লোগান দিচ্ছেলেন।
এব্যাপারে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, কোটা আন্দোলনকারীদের মিছিলের সময় স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করে। সঙ্গে সঙ্গে পুলিশ উভয় দলের মিছিলের গতিরোধ করে ফিরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat