উল্লাপাড়া প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পুলিশ বাঁধা দিলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে মুখোমুখি ধস্তাধস্তি হয়। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উল্লাপাড়া পৌর শহরের বিজ্ঞান কলেজ মোড়ে বিক্ষোভকারীরা এ মিছিল বের করে। আশপাশ এলাকায় এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে উল্লাপাড়া পৌর শহরের বিজ্ঞান কলেজ মোড় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল শহর অভিমুখে যাত্রা করে। এ সময় পুলিশ তাঁদের বাধা দেয়। এতে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তবে বিক্ষোভ মিছিলে কোন হতাহতের ঘটনা ঘটেনি। উল্লাপাড়া পুলিশের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রতিরোধ করতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় কোন আহতের ঘটনা ঘটেনি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat