মোঃ মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্পের মাধ্যমে ৫শতাধিক গ্রামবাসিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার গয়হাট্টা পশ্চিম কৃষ্ণপুর গ্রামে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিসিন, গাইনি, ডেন্টাল, বাতব্যাথা রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
রাজশাহীর জমজম ইসলামি হাসপাতাল ও জাজিরা ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা: মো: আলতাব হোসেন আয়োজিত ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী, সমাজ সেবক মো: জিল্লুর রহমান।
দিনব্যাপী ফ্রি মেডিকেল হেলথ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে ডা: মো: আলতাব হোসেন বলেন, তৃনমুল পর্যায়ের মানুষদের অভিঙ্গ ও দক্ষ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতেই এই আয়োজন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat