প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৪, ৫:০১ পি.এম
উল্লাপাড়ায় বাজার মনিটরিং ও পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে প্রশাসনের অবহিতকরন সভা অনুষ্ঠিত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্রব্যমুল্যের বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ও পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধের জন্য জনসাধারনের মাঝে অবহিতকরণ সভার আয়োজন করে স্থানীয় প্রশাসন। রবিবার সকালে যৌথ প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং ও পৌরশহরের বিভিন্ন স্থানে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রশাসন কতৃক আয়োজিত জন অবহিতকরণ সভায় উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর বলেন, দেশে বর্তমানে অন্তবর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহন করেছেন। সরকারের পক্ষ থেকে নির্ভয়ে চাকুরী, ব্যবসা-বানিজ্য ও পেশাগত দায়িত্ব পালন করার জন্য অভয় দেন প্রশাসন। বর্মান সরকারের প্রধান কাজ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জনগণের জানমানের নিরাপত্তার বিধান করা। তিনি আরও বলেন, অতীতের মতো কোন রকম অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট থাকবেনা সমাজে। তিনি ছাত্রদের বৈষম্যবিরোধী সমাজ গড়নের জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহবান জানান। এ সময় তিনি দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ ও পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধের জন্যও সকলের প্রতি অনুরোধ জানান।
অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ নাহিদ, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, স্কাউট ও আনসার বাহিনীর সদস্য সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দু।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat