উল্লাপাড়া( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন ৪ টি গ্রামে নিজ উদ্দ্যোগে চলাচলের অযোগ্য রাস্তা সংস্কার করেছে পূর্নিমাগাতী ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। টানা বর্ষণে রাস্তা দু’পাশ ভেঙে যায় ও মাঝে মাঝে রাস্তার মাঝখানে গর্তের সৃষ্টি হয় ফলে জনগণের চলাচলে অনুপোযোগী হওয়ায় তা সংস্কার করেন পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।
গত ৭ সেপ্টেম্বর উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের
বামন ঘিয়ালা কমিউনিটি ক্লিনিক ও স্কুলের সড়ক, ঘিয়ালা গ্রামের রাস্তা, পুঠিয়া গ্রামের রাস্তাসহ বেতুয়া স্কুলের যাওয়ার অনুপোযোগী সড়ক সংস্কার করেছেন পূূর্নিমাগাঁতী ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ তাদের নিজ উদ্দ্যোগে বিভিন্ন ইট ভাটা থেকে ইট, খোয়া ও রাবিশ এনে রাস্তা সংস্কার করছে বৈষম্য বিরোধী ছাত্ররা।
পূর্ণিমাগাঁতী ইউনিয়ন বৈষম্য বিরোধী ছাত্র সমাজের প্রতিনিধি নাইম জানান, রাস্তাটির বেহাল অবস্থার কারনে রাস্তা দিয়ে গ্রামবাসী অতিকষ্টে পায়ে হেটে যাতায়াত করতো উপজেলা শহরে। সামান্য বৃষ্টি হলেই যানবহন চলাচল করতে খুব অসুবিধা হতো। স্কুল,কলেজ ছাত্র-ছাত্রী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী , চারকুরি জীবিসহ অসুস্থ রোগীদের হাসপাতালে যেতে ভীষন কষ্ট হত। এই মানুষের কষ্ট লাঘবের জন্য রাস্তাটি সংস্কারের জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ উদ্যোগ গ্রহণ করে এ রাস্তাগুলো সংস্কার করি।
তিনি আরো জানান, আমরা বৈষম্য বিরোধী ছাত্র সমাজ সামনের দিনগুলোতে এই পূূর্ণিগাঁতী ইউনিয়নের মানুষের আরো ভালো কাজ করার চেষ্টা করব। আমরা মানুষের পাশে আছি, থাকবো।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat