প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৬:১১ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ২:২৬ পি.এম
উল্লাপাড়ায় ভিজিএফ এর চাউল চুরির অভিযোগে থানায় মামলা ইউপি সচিব গ্রেপ্তার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভিজিএফ এর চাউল চুরির অভিযোগে উপজেলার বাঙ্গালা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ হেলাল উদ্দিন (৫০) কে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২৫ মার্চ) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকার উক্ত পরিষদে ২৪'শ ৮৩ জন অসহায়, দুস্থ ও সুবিধাভোগীদের মধ্যে ভিজিএফ এর চাউল বিতরণের বরাদ্দ দেয়। পরিষদে বিতরণকালে ২২৩ জন সুবিধাভোগী চাউল পাওয়ার আাগেই বরাদ্দ শেষ হয়ে যায় বলে জানান পরিষদ সচিব। পরে বাকী স্লিপধারী সুবিধাভোগীরা তাদের চাউলের জন্য পরিষদের সামনে আন্দোলন শুরু করে।
আন্দোলনের খবর পেয়ে বাঙালা ইউনিয়ন পরিষদে নিয়োজিত প্রশাসক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম স্থানীয় ইউপি সদস্যদের সহায়তায় পরিষদের বিভিন্ন কক্ষ তল্লাশি করে বস্তা ভর্তি ৮০০ কেজি চাউল উদ্ধার করে। এব্যাপারে অভিযোগ ওঠে ২২শ কেজি চাউল এর মধ্যে ৮০০ কেজি চাউল ইউপি সচিব মোঃ হেলাল উদ্দিন ও হিসাবরক্ষক বিতরণের আগেই পরিষদের গোপন কক্ষে আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়ে রাখে।
ঘটনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহযোগিতায় উদ্ধারকৃত চাউল ও ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে।
উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান এ ব্যাপারে জানান, চাউল চুরির সাথে সংশ্লিষ্ট ইউপি সচিব মোঃ হেলাল উদ্দিন (৫০) ও হিসাবরক্ষক মহব্বত আলী (৩৫) এর বিরুদ্ধে সংশ্লিষ্ট পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম মতি বাদী হয়ে সরকারি দ্রব্য আত্মসাতের অভিযোগে থানায় মামলা দায়ের করে। হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে বুধবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান হতদরিদ্র ও সুবিধাভোগীদের চাউল চুরির সাথে যে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat