প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ৬:০৫ পি.এম
উল্লাপাড়ায় মেয়ের উপর অভিমান করে মায়ের আত্মহত্যা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মেয়ের উপর অভিমান করে সাথী পারভীন (৩৫) নামের এক মা আত্মহত্যা করেছে। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ ঘরের ধন্যার সাথে ঝুলে আত্মহত্যা করে। সাথী উপজেলার সদর ইউনিয়নের খালিয়াপাড়া গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ মেহেদী হাসান জানান, ২৫ তারিখ শনিবার দুপুরে তার কলেজ পড়ুয়া মেয়ের সাথে ঝগড়া হয় গৃহবধূ সাথীর। সন্ধ্যায় পরিবারের সকল সদস্য গ্রামের এক ইসলামি জালসায় যোগ দিলে মেয়ের উপর অভিমান করে সাথী ঘরের ধন্যার সাথে ঝুলে আত্মহত্যা করে। পরে জলসা শুনে বাড়ীর লোকজন ফিরে এসে দেখে আত্মহত্যা করে ঝুলে আছে গৃহবধূ সাথী।
উল্লাপাড়া মডেল থানার তদন্ত (ওসি) নিয়ামুল হক জানান, পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এব্যাপারে সাথীর স্বামী শহিদুল ইসলাম থানায় বাদী হয়ে একটি ইউডি মামলা দায়ের করেছে।
২৬. ০১. ২০২৫
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat