শাহ আলম সরকার উল্লাপাড়া :
উল্লাপাড়া পৌরসভার নিজস্ব পশু জবাইখানা না থাকায় স্থানীয় মাংস বিক্রেতারা বাধ্য হয়ে উল্লাপাড়া পৌর বাস টার্মিনালের পাশে নগরবাড়ী বগুড়া মহাসড়কে পশু জবাই করছেন।
নিরাপদ মাংস নিশ্চিত করতে আধুনিক স্লটার হাউস বা পশু জবাইখানা থাকা জরুরি হলেও প্রথম শ্রেণির পৌরসভা উল্লাপাড়ায় তা নেই। মাংস বিক্রেতারা নিজেদের খেয়াল–খুশিমতো মহাসড়কের অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করছেন।
স্থানীয় মাংস বিক্রেতারা বলছেন, পৌরসভার নিজস্ব পশু জবাইখানা না থাকায় তাঁরা বাধ্য হয়েই নগরবাড়ী বগুড়া মহাসড়কের পশু জবাই করছেন। এতে জীবনের ঝুঁকি নিয়ে পশু জবাই করতে হচ্ছে।
উল্লাপাড়া পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউল করিম বলেন, আধুনিক সুবিধাসহ একটি পশু জবাইখানা থাকা খুবই জরুরি। দীর্ঘদিন ধরেই তা নেই।
স্থানীয় মাংস বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উল্লাপাড়ায় পৌর কিচেন মার্কেটে সপ্তাহের প্রতিদিনই মাংস বিক্রি করা হয়। এ ছাড়া শুক্রবার ছুটির দিন ও উৎসবের দিনগুলোয় পৌর এলাকার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে পশু জবাই করা হয়।
সরেজমিনে দেখা গেছে, যেখানে গরু জবাই করা হয়, তা অনেকটাই গোয়ালঘরের মতো। পশুর গোবর ও কয়েক দিনের জমাট বাধা রক্তের কারণে দুর্গন্ধ ছড়াচ্ছে। জবাইকৃত স্থানে কুকুর ও কাক এসে গরুর- ছাগল ও ভেড়ার টুকরো মাংস, চামড়া ও রক্তা খাচ্ছে। জবাই করা পশুর রক্তসহ বর্জ্য সরাসরি মহাসড়কে ফেলা হচ্ছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পশু জবাইয়ের কারণে ক্রেতারা মাংসের সঙ্গে রোগজীবাণু বাড়িতে নিয়ে যাচ্ছেন। নিজেদের অজান্তেই নানা রোগে আক্রান্ত হচ্ছেন। দুর্গন্ধে স্কুল, কলেজ,মাদ্রাসার ছাত্রছাত্রী এমন কি এ মহাসড়কে চলাচলরত যাত্রী ও পথচারীসহ সাধারণ মানুষকে নাকে রুমাল বা কাপড় চেপে চলাচল করতে হচ্ছে ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের স্বীকার হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
ডাঃ মো আতাউল গনি ওসমানী তিনি বলেন, এতে শুধু পরিবেশেরই ক্ষতি হচ্ছে, তা নয়। অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই করায় মাংসে সহজে নানা রকম জীবাণু প্রবেশ করছে, যা জীবনের জন্য হুমকিস্বরূপ।
এ বিষয়ে উল্লাপাড়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো: মারুফ হোসেন জানান, আমরা এখনো স্লটার হাউস নির্মাণ করতে পারিনি তবে আমরা পৌর প্রশাসক ইউএনও আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত স্যারের সাথে কথা বলেছি খুব দ্রুত আধুনিক স্লটার হাউস নির্মাণ করা হবে। স্লটার হাউস নির্মাণ করার জন্য আমরা একটি জায়গা ক্রয় করেছি আমরা যত তারাতাড়ি সম্ভব স্লটার হাউস নির্মাণ করব।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat