সোহেল রানা প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলারএনায়েতপুরে আইসিএল স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আইসিএল স্কুলের প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই অনুষ্ঠান উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করা হয়।এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করা হয় ।
উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন আলহাজ্ব মোঃ আব্দুল মতিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ এম ওয়াহিদুজ্জামান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সালাম এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসা সাবেক সিনিয়র শিক্ষক , চিত্র শিল্পী মোশারফ হোসেন খান, লামিসা সহকারী শিক্ষক গাবের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাংবাদিক সোহেল রানা, ব্যবসায়ী রুহুল আমিন, আব্দুল কুদ্দুস সহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ছাত্র -ছাত্রীদের মাঝে বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা ম্যাগাজিন উন্মোচন, সাংস্কৃতিক প্রদর্শনী, যেমন খুশি তেমন সাজোর আয়োজন করা হয়। পরিশেষে বিজয়ী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।