সোহেল রানা ,চৌহালী প্রতিনিধি:
জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে' প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে জাটকা সংরক্ষণ বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার( ১৩ এপ্রিল) সকাল ১০ টায় ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহীনূর রহমান।সভাপতিত্ব করেন ১ নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তানভীর মজুমদার,সঞ্চালনায় ছিলেন চৌহালী উপজেলা মৎস্য ক্ষেত্র সহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি ট্যাক অফিসার গোলাম রাব্বি ,সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।
এ সময় ইউপি সদস্য লাল মিয়া প্রামানিক, প্রান বেপারী,হারান আলী, মনোয়ারা বেগম সহ শতাধিক জেলে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাটকা হচ্ছে ১০ ইঞ্চি বা ২৫ সেন্টিমিটারের ছোট আকারের ইলিশকে জাটকা বলা হয়ে থাকে। ইলিশ রক্ষার্থে জাটকা সংরক্ষনে সবাইকে এগিয়ে আসতে হবে। সঠিকভাবে জাটকা সংরক্ষণ করতে পারলে ইলিশের চাহিদা মেটানো সম্ভব হবে। শুধু আইন প্রয়োগই নয়, সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সাথে ইলিশ সংরক্ষণে আইন মেনে চলতে হবে।
দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান প্রায় শতকরা ১১ ভাগ। দেশের জিডিপিতে ইলিশের অবদান শতকরা এক ভাগের বেশি। বিশ্বের মোট উৎপাদিত ইলিশের প্রায় ৮০ শতাংশের বেশি এ দেশের নদনদী, মোহনা ও সাগর থেকে সংগ্রহ করা হয়।
ইলিশ উৎপাদনকারী ১১টি দেশের মধ্যে বাংলাদেশ শীর্ষ স্থানে রয়েছে।'
জানা যায় যে, জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৫ খ্রিঃ উদযাপন উপলক্ষ্যে ৮ এপ্রিল হতে ১৪ এপ্রিল পর্যন্ত সিরাজগঞ্জের যমুনা নদী থেকে জাটকা ইলিশ মাছ ধরা, বিক্রি, মজুদ, আহরণ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। ৭ দিনব্যাপী জাটকা রক্ষায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবে।
যমুনা নদীর জাটকা ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য সদিয়া ইউনিয়নের সকল জেলেদের নিয়ে জনসচেতনতা মূলক সভার আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat