নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রতারণার মামলায় ইয়াকুব আলী নামে এক আদম ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাকে এনায়েতপুর থানা আমলী আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে এনায়েতপুর থানার গোপালপুর মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জের এনায়েতপুরে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে আদালতে মামলা করায় সাবেক এক সেনা সদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে।
রোববার (২৭ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত গ অঞ্চলে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী সাবেক সেনা সদস্য মো. শাহিন শেখ। ইয়াকুব আলী ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন ইয়াজদানি এ তথ্য নিশ্চিত করে বলেন, ইয়াকুব আলীর বিরুদ্ধে আদম ব্যবসার মাধ্যমে প্রতারণা অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে একটি প্রতারণার মামলায় ওয়ারেন্ট ছিল। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এনায়েতপুর এলাকার একাধিক ব্যক্তিকে বিদেশে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়াসহ প্রতারণা এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে ইয়াকুবের বিরুদ্ধে। এসব ঘটনায় বেশ কয়েকটি মামলাও রয়েছে। প্রতারণা ও চাঁদাবাজির মামলা করায় শাহিন সেখ নামে একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat