সোহেল রানা সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি নেতা-কর্মীদের হামলায় কবির হোসেন (২৮) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। বুধবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় কবিরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এনায়েতপুর থানা সদরে তাৎক্ষনিক প্রতিবাদ বিক্ষোভ মিছিল ও পথসভা হয়। এসময় হত্যার দায়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। এঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও চরম উক্তেজনা বিরাজ করছে। নিহত কবির হোসেন এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও চাঁদপুর গ্রামের ফজল আকন্দের ছেলে।
জানা যায়, মঙ্গলবার বিকেলের দিকে ইফতার মাহফিলকে কেন্দ্র করে সদিয়া চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দুপক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন কবির হোসেন। তাকে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হয়। পরবর্তীতে ঢাকার ক্রেটিক্যাল কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যার টার দিকে মারা যান। এঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে দলীয় সুত্র জানিয়েছেন।
এদিকে কবির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এনায়েতপুরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের পক্ষ থেকে খুনিদের বিচার দাবিতে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। এসময় বক্তারা বলেন, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মুনজুর রহমান মুঞ্জু সিকদার, যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, সদিয়া চাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম মিঠু মীর ও সাধারন সম্পাদক কালাম সিকদারের নেতৃত্বে ছাত্রদল নেতা কবিরকে হত্যা করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও লুটপাটের অভিযোগ করা হয়। এসময় খুনিদের ফাসির দাবিতে উত্তাল হয়ে উঠে এনায়েতপুর থানা সদর।
কেজি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে এনায়েতপুর থানা চত্বরে পথসভায় মিলিত হয়। এসময় থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক শেখ, আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আতউর রহমান আতা, এম এ কাশেম, থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, যুগ্মআহ্বায়ক ফরিদ হোসেন, কৃষক দলের সভাপতি মেরাজুল ইসলাম ও সাধারন সম্পাদক মুক্তার হাসান, তাতী দলের সভাপতি আনছার আলী বেপারী, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী শেখ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবিষয়ে এনায়েতপুর থানার ওসি রশওন ইয়াজদানি জানান, বিএনপির একই স্থানে মঙ্গলবার ইফতার মাহফিলকে কেন্দ্র করে দুগ্রæপের সংঘর্ষ হয়। আমরা জানতে পেরেছি আজ (বৃহস্পতিবার) একজন নিহত হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ মোতায়েন আছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat