সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের এনায়েতপুরে পুলিশ ও জনসাধারণের সাথে এক বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১১ ই সেপ্টেম্বর) বেলা ১২টায় অস্থায়ী থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। গত ৪ ঠা আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কিছু অসাধু দুষ্কৃতকারী লোক থানায় অগ্নি সংযোগ করে এবং আন্দোলনকারী ছাত্র জনতা ও পুলিশের সাথে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় রুপ নেয়।এক পর্যায়ে দুুস্কৃতিকারীরা থানা ভবনে ঢুকে আক্রমণ চালায় এবং পুলিশও আত্মারক্ষার্থে পাল্টা আক্রমণ করে। এ সংঘর্ষের মধ্য দিয়ে দুজন ছাত্র একজন শ্রমিক ও ১৫ জন পুলিশ সদস্য সহ মোট ১৮ জন এর মৃত্যু হয়। এর পর থেকেই থানার প্রায় সকল কার্যক্রম ৬ দিন বন্ধ থাকার পর অস্থায়ী ভাবে থানার পাশের একটি ভবনে পুলিশ তার থানা কার্যক্রম চালিয়ে আসছে। জনমনে স্বস্তি ও পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনার জন্যই এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগের ডি আই জি রেঞ্জ মোহাম্মদ আলমগীর রহমান বলেন বিগত দিনের মত এরকম ঘটনার পূনরাবৃত্তি আর যেন না হয় সে ব্যাপারে সকলের সজাগ থাকতে হবে। আপনারা যদি পুলিশের সেবা পেতে চান তাহলে পুলিশকে সহায়তা করতে হবে।তিনি আরও বলেন পুলিশ ও জনগনের মাঝে একটি সৌহার্দ্য সম্পর্ক বজায় রেখে আমাদের চলতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিরাজ গন্জ জেলার জেলা প্রসাশক মাহবুবুর রহমান। তিনি বলেন লুট হয়ে যাওয়া অস্ত্র আমাদের উদ্ধার করতে হবে। না হলে সেই অস্ত্র একদিন আপনার জীবনের জন্য প্রাণ নাশের হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ সময়ে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল নাহিদ, সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার ফারুক হোসেন,তদন্ত ওসি কামাল হোসেন,খাজা ইউনুছ আলী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হোসেন রেজা,থানা বি এন পির সদস্য সচিব মুন্জুরুর রহমান মুন্জু শিকদার,থানা জামায়াতের আমির ডা: সেলিম রেজা,বনিক সমিতির সভাপতি মাসুদ রানা,ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat