প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ৫:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৪, ১১:১০ এ.এম
এশিয়ার সাবেক চ্যাম্পিয়নদের লক্ষ্য এবার সেমিফাইনাল

দৃশ্যপট ক্রীড়া ডেস্কঃ
২০১৮ এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। চার বছর পেরিয়ে পরের আসর বাংলাদেশে বসলে পঞ্চম হতে হয়েছিল নিগার সুলতানা জ্যোতিদের। বাস্তবতা মাথায় রেখে এবারের এশিয়া কাপে লক্ষ্য নির্ধারণ করেছে টিম টাইগ্রেস। প্রাথমিক লক্ষ্য গ্রুপপর্বে ভালো খেলে সেমিফাইনালে ওঠা।
এবারের এশিয়া কাপ শ্রীলঙ্কার ডাম্বুলায়। ২০ জুলাই নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক দল। টাইগ্রেস দল রওনা হবে মঙ্গলবার। সোমবার দুপুরে মিরপুরে হয়েছে সফর নিয়ে সংবাদ সম্মেলন।
বাংলাদেশ লেগ স্পিনার রাবেয়া খান মিডিয়ার মুখোমুখি হয়ে ক’দিন আগে বলেছিলেন সেমিতে চোখ রাখছে দল। বাংলাদেশ অধিনায়ক জ্যোতি তাতে দ্বিমত করলেন না। উইকেটরক্ষক-ব্যাটার বললেন, ‘আমার মনে হয় রাবেয়া বাস্তবিক কথাই বলেছে। সবশেষ এশিয়া কাপে আমরা যা করেছি, সেমিফাইনালেও যেতে পারিনি। আমাদের প্রথম টার্গেট থাকবে সেমি নিশ্চিত করার। এজন্য প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ।’
‘লম্বা সময় ধরে আমরা ইতিবাচক ফলাফল পাচ্ছি না। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স আমরা দেখেছি, কিন্তু দল হিসেবে পজিটিভ রেজাল্ট নেই। একটা মোমেন্টামের জন্য শ্রীলঙ্কা ম্যাচ অনেকবেশি গুরুত্বপূর্ণ। ভালো শুরু দিয়ে আমরা ভালো রেজাল্ট করতে চাচ্ছি।’
এশিয়া কাপ শুরু ১৯ জুলাই। ৮ দলের আসরে ফাইনাল ২৮ জুলাই। গ্রুপপর্বে জাহানারা-রুমানাদের অপর দুই প্রতিপক্ষ থাইল্যান্ড ও মালয়েশিয়া।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat