মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে মহাসড়ক পাড়ি দেয়ার সময় পাবনা থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস চাপায় হোসাইন সরদার নামের এক ৯ বছরের শিশু নিহত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল বাসস্ট্যান্ডে। শিশু হোসাইন সরদার সরিষাকোল গ্রামের গরু ব্যবসায়ী মো. আব্দুল জব্বারের ছেলে ও স্থানীয় সানরাইজ মডেল একাডেমীর নার্সারি শ্রেণীর ছাত্র।
জানা যায়, শিশু হোসাইন পার্শ্ববর্তী কায়েমপুর গ্রামে জালসা দেখে বাড়ি ফেরার পথে সরিষাকোল বাসস্ট্যান্ডে এলাকার মহাসড়ক অতিক্রম করার সময় ঘাতক হাইস মাইক্রোবাসটি (পাবনা - হ ১১-০০৭৭) তাকে সজোরে ধাক্কা দিলে সে মহাসড়কে ছিটকে পড়ে। এসময় মাইক্রোবাসটি না থামিয়ে শিশুটির উপর দিয়ে চলে যায়। স্থানীয় জনতা শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পৌর শহরের পিপিডি ট্রাস্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা ঘটিয়ে ঘাতক মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় তালগাছি বাসস্ট্যান্ডে স্থানীয়রা গতিরোধ করে আটক করে। শিশু হোসাইনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
শিশু হোসাইনের চাচা রুস্তম জানান, আমার ভাতিজা জালসা থেকে বাড়ি ফিরছিল। মহাসড়ক পাড়ি দেয়ার সময় হাইস মাইক্রোবাসটি ধাক্কায় দিয়ে তার উপর দিয়ে চলে যায়। পরে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে পিপিডি ট্রাস্ট হাসপাতালের ম্যানেজার কাজী হেরেম বলেন, শিশুটিকে আমাদের এখানে আনার পর মেডিকেল অফিসার পরিক্ষা নীরিক্ষা করে মৃত ঘোষণা করেন। পরে তার পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যায়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat