মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
অবৈধভাবে করতোয়া নদীতে বালু উত্তোলনের বিরুদ্ধে শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বাংলা ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধের ২ ড্রেজার শ্রমিককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের বাদলবাড়ি মাজার সংলগ্ন করতোয়া নদীতে এই অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুশফিকুর রহমান। দণ্ডপ্রাপ্তরা হলো টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সাকালী গ্রামের মোঃ আব্দুল গফুর শিকদারের ছেলে আবু হানিফ (৫২) ও ফরিদপুর জেলার চরদর্শনী উপজেলার বাহারা গ্রামের মোমিন মাতবরের ছেলে মোঃ নান্টু (৩০)।
উল্লেখ্য, সম্প্রতি শাহজাদপুর উপজেলায় বালু দস্যুদের দৌড়াত্ব দিন দিন বেড়েই চলেছে। করতোয়া, বড়াল নদী সহ বিভিন্ন নদীর একাধিক স্থানে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে নদীপাড়ের বাড়িঘর ও কৃষি জমি ধ্বংস হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat