নওগাঁ ও ধামইরহাট প্রতিনিধি:
পরিকল্পনা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মো. শহীদুজ্জামান সরকার এমপি বলেন, ‘কর্মমুখী শিক্ষা ও সঠিক কর্মপরিকল্পনা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারে, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ এখন বিশ্বের অনেক দেশের কাছে বিরল এক উদাহরণ।’
বুধবার ১৯ জুন নওগাঁর ধামইরহাটে ‘ধামইরহাট সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা’ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে মাদ্রাসা ময়দানে শিক্ষার্থীদের আয়োজিত পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষক-শিক্ষার্থী এবং ম্যানেজিং কমিটির উদ্দেশ্যে বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আধুনিক শিক্ষামুখী নীতির ফলে চারতলা একাডেমী ভবন, শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং অন্যান্য সুবিধা পাওয়া সম্ভব হয়েছে, আমরা এর যথাযথ ব্যবহার দেখতে চাই এবং এটাই হওয়া উচিত, শিক্ষার্থীদের যেমন নৈতিক শিক্ষা দিতে হবে তেমন শিক্ষক ও পরিচালনা পরিষদকেও নীতি আদর্শ অনুসরণ করে চলতে হবে।’
অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম, অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী, পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, রেঞ্জ কর্মকর্তা ফরহাদ জাহান, বনবিট অফিসার আনিসুর রহমান, প্রতিষ্ঠানের সভাপতি এটিএম বদিউল আলম, প্রতিষ্ঠাতা সদস্য ময়েজ উদ্দিন, এটিএম ফসিউল আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, সাংবাদিক হারুন আল রশীদ, প্রাক্তন শিক্ষার্থী মো. হানজালা, ব্যাংকার আবু তাহের, ইলিয়াস হোসাইন, আবু মুছা স্বপন প্রমুখ।
পূনর্মিলনীতে মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রথম পর্বের অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার মাদ্রাসা প্রাঙ্গণ বৃক্ষরোপণ করেন। দুপুরে মধ্যাহ্ন ভোজের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat