নিজস্ব প্রতিবেদক :
কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী বলেছেন, ষড়যন্ত্র কারীরা নির্বাচিত হতে নয়, কাজিপুরের উপজেলা পরিষদ নির্বাচনকে বিতর্কিত করতেই নির্বাচনে প্রার্থী হয়েছে। এরা কাজিপুরের জনগনের কাছে ভোট প্রার্থনা করতে যায় না, সংগঠনের কাজ করে না, পোষ্টার লিফলেট লাগায় না, প্রচারনাও করে না, এরা অফিসে অফিসে অভিযোগ দিতে ব্যাস্ত থাকে। কারন এদের কোন ভোট নেই, জনপ্রিয়তা নেই, কাজিপুরের মাটি ও মানুষের সাথে সম্পর্ক নেই। এরা জানে এদের বিজয়ী হওয়ার কোন সম্ভাবনা নেই।
কাজিপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরও বলেন, কাজিপুরের মাটি শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী, প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিম ও কাজিপুরবাসির প্রানের স্পন্দন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি’র ঘাটি। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই পরিবারটি কাজিপুরবাসির ভাগ্য উন্নয়নে কাজ করেছে, করছে। সুতরাং কাজিপুরবাসির আশা-ভরসার ঠিকানা এই পরিবারটির বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তাদের ঘৃণাভরে প্রত্যাক্ষান করবে কাজিপুরবাসি।
উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতিকের প্রার্থী খলিলুর রহমান সিরাজী আরও বলেন, আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনের পুরোটাই কেটেছে কাজিপুরের মানুষের সাথে। উপজেলা চেয়ারম্যান থাকাবস্থায় পাচ বছর সবসময় মানুষের পাশে থেকেছি। প্রিয় নেতা তানভীর শাকিল জয়ের নির্দেশনায় কাজিপুরের উন্নয়নে কাজ করেছি। এবারও জনতার দাবির মুখে প্রার্থী হয়েছি, প্রচারনায় যে সারা রয়েছে আমি বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদি। বিজয়ী হলে অতীতের মত কাজিপুরবাসির পাশে থাকবো ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাটুয়ারপাড়ায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। কাজিপুর উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ওমর আলী মন্ডলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মিরা বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat