নিজস্ব প্রতিবেদক :
সিরাজগঞ্জ: শুভ কাজে, সবার পাশে এই প্রতিপাদ্যকে ধারন করে বসুন্ধরা শুভসংঘ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে কাজিপুর উপজেলায় দরিদ্র, অসহায়, দুস্থ এবং বানভাসীদের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ে দুই শতাধিক নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসা সেবা প্রদান, বেশকিছু মানুষের ডায়বেটিস পরীক্ষা এবং বিভিন্ন ঔষধ সামগ্রী প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খলিলুর রহমান সিরাজী। তিনি বন্যাদূর্গত এলাকায় বসুন্ধরা শুভসংঘের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সাধারন মানুষ উপকৃত হচ্ছে। বসুন্ধরা গ্রুপের সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমগুলোতে আমি অভিভূত। এমন ভালো কাজের সাথে থাকাটাও ভাগ্যের ব্যাপার। এমন কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন মাইজবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার জাহাঙ্গীর আলম, বসুন্ধরা শুভসংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক দেওয়ান শহীদুজ্জামান শুভ, যুগ্ন সাধারন সম্পাদক ডা. সুমনা হক, কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জান্নাতুল ফেরদৌস মীম, যুগ্ন সাধারন সম্পাদক কমিউনিটি মেডিকেল অফিসার এনামুল হক, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রাকিব হাসান, কাজিপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক আশকার পাইন ও সাংগঠনিক সম্পাদক আশা সরকার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat