প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৪, ৬:২২ পি.এম
কাজিপুরে বৃষ্টিতে জনমনে স্বস্তি! ভালো ফসল পাওয়ার আশা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
তীব্র তাপদাহের পর সিরাজগঞ্জের কাজিপুরে গতকাল রাতে শান্তিপুর্ণভাবে বৃষ্টি হওয়ায় জনমনে স্বস্তি ফিরেছে। বেশ কিছু দিন যাবৎ ভয়াবহ গরমে মানুষের জীবন বিশেষ করে খেটে খাওয়া মানুষজনের অবস্থা দুর্বিষহ হয়েছিল। গত সপ্তাহখানেক আগে গান্ধাইল ইউনিয়নের পাটাগ্রামের পিয়ার আলী নামের জৌনক কৃষক চরের জমিতে কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে মারা যায়।
ভয়াবহ খরায় ইরিবোরো ধান পানির অভাবে শুকিয়ে যেতে বসেছিল। ঠিক অমতাবস্তায় গত ৪ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১১ টায় কাজিপুরে হটাৎ মুসুলধারে বৃষ্টি শুরু হয়। মাত্র আধা ঘন্টায় ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে, কাজিপুর কৃষি অফিস। দীর্ঘ খরার পর ঝড় ঝঞ্জা সহ বজ্রপাত ও শিলাবৃষ্টির আশংকা থাকলেও কোনটাই না হয়ে স্বস্তিদায়ক বৃষ্টি হয়েছে। স্থানীয় কৃষকরা জানান, খরার কারণে কোন কোন এলাকায় জমিতে পানির কিছুটা সল্পতা দেখা দিয়েছিল,তবে এই বৃষ্টিতে সেই সংকট কেটে উঠেছে।
কাজিপুর কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, কাজিপুরে চলতি মৌসুমে ১৩০৮০ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, অনুকুল আবহাওয়ার জন্য চলতি ইরি বোরো মৌসুমে কাজিপুরে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat