নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের কামারখন্দের তাজুরপাড়া গ্রামে ঘরের টিন কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুলাই) গভীর রাতে এ ডাকাতির ঘটনায় বাড়ির মালিক আবু বক্কর আকন্দ নামের এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ডাকাতেরা পালিয়ে যায়। এছাড়া ডাকাতদলের সদস্যরা নগদ ১লাখ টাকা এবং ১ ভরি স্বর্ণালংকার লুট করেছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। আহত অবস্থায় ওই বৃদ্ধকে রাতেই কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তাঁর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। বৃদ্ধ আবু বক্কর আকন্দ উপজেলার তাজুর পাড়া গ্রামের মৃত তুফান আকন্দের ছেলে। বৃদ্ধ আবু বক্কর আকন্দের ছেলের স্ত্রী লাকি খাতুন বলেন, কিছু একটার শব্দ পেয়ে ঘুম থেকে চোখ মেলতেই দেখি আমার মুখের ওপর কয়েকজন দাঁড়িয়ে আছে। ভয়ে চিৎকার দিতে চাইলে তারা আমাকে ধারালো অস্ত্র দেখিয়ে বলে। যে,‘বাঁচতে চাইলে চুপ থাকেক। তা না হলে সবাই মারা পড়বি। এই কথা শুনে আমি ভয়ে চুপ ছিলাম। আর আমার হাতে থাকা মোবাইল ফোন নিয়ে নেয়। তিনি আরও বলেন, ডাকাত দলের পাঁচ জন ছিল। তাদের সবার হাতের বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ছিল। এদের মধ্যে তিনজনের মুখে মুখোশ ছিল আর দুজনের মুখ খোলা ছিল। ডাকাতেরা আমার শ্বশুর আবু বক্করকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও আমার শ্বাশুড়ি সবুরাকে চড় থাপ্পড় দেয় এবং তার কানের স্বর্ণের দুল নিয়ে নেয়। সব কিছু মিলিয়ে আমাদের প্রায় দুই লাখ টাকার জিনিস নিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হেমা বিনতে হামিদ বলেন, ওই বৃদ্ধকে পাঁচটা সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা.রেজাউল ইসলাম বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ, গত ২৬ জুন দুপুরে কামারখন্দ উপজেলার জামতৈল কামারপাড়া এলাকার ভাড়া বাসা থেকে কলেজের সহকারী অধ্যাপক শালী প্রামানিকের নগদ টাকা ও স্বর্নলংকারসহ প্রায় ৩০ লাখ টাকার জিনিস চুরি হয়৷ পরে চুরির মাল উদ্ধার ও চোরকে গ্রেপ্তারের দাবিতে ১০ জুলাই জামতৈল রেলওয়ে স্টেশনে শিক্ষকদের নিয়ে শীলা প্রামাণিক মানববন্ধন করেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat