মীর্জা অপু, পাবনা প্রতিনিধি:
বন্যায় এখনো দেশের ১১টি জেলায় ১০ লাখ ৪৭ হাজার ২৯টি পরিবার পানিবন্দী হয়ে আছে। এসব এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৫২ লাখ ৯ হাজার ৭৯৮। এখন পর্যন্ত বন্যায় ১৮ জনের মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে। নিখোঁজ আছেন দুজন।
সোমবার (২৬ আগস্ট) সকালে image0.jpegজরুরি পরিস্থিতি মোকাবিলায় ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ত্রান সামগ্রী হস্তান্তর করেন স্বেচ্ছাসেবী সংগঠনটি।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে বৃহত্তর কাশিনাথপুরের কৃতি সন্তান উইং কমান্ডার এস. এম. আব্দুর রাকিব ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর প্রতিনিধি দলের কাছ থেকে ত্রান সামগ্রী গ্রহণ করেন।
উল্লেখ্য ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।
এবারের বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি এর ত্রাণ ফান্ড থেকে প্রথম পর্যায়ে বাংলাদেশ বিমান বাহিনীর কাছে ত্রান সামগ্রী হস্তান্তর করেন ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটি সংগঠনটি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat