সোহেল রানা, চৌহালী প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সদিয়া চাঁদপুর ইউনিয়নের এনায়েতপুর বেড়িবাঁধের পূর্ব পাশের গাবেরপাড়া যমুনা নদীর চর থেকে ১১ টি গরু চুরি হয়েছে।
বুধবার ( ০৩ এপ্রিল) আনুমানিক রাত ৩ টায় কৃষক ও তার স্ত্রীর হাত-পা বেঁধে গোয়াল ঘর থেকে ১১ টি গরু চুরি করে নিয়ে যায়।
কৃষক আলমগীর হোসেন দেওয়ান তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত আব্দুল কাদের মাষ্কটারের ছেলে।
কৃষক আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি রাতে বাহিরে বসে মোবাইল দেখছিলাম মোবাইল দেখতে দেখতে প্রায় রাত ৩ টা বেজে যায় তখন আমি ঘুমানোর জন্য ঘরে যাচ্ছিলাম এমন সময় হটাৎ করে পিছন থেকে ৮ থেকে ১০ জন লোক আমাকে ধরে হাত-পা বেঁধে ফেলে এমন সময় আমার স্ত্রী বের হলে তারও হাত- পা বেঁধে গোয়াল ঘরে থাকা মোট ১৫ টি গরুর মধ্যে ছোট ৩ টি বাছুর রেখে একে একে চোররা আমার ১১ টি গরু নিয়ে যায়।
১১ টি গরুর মধ্যে ৩ টি বড় ষাঁড় গরু ,৩ টি বকনা, একটি ছোট ষাঁড় ও ৪ টি গাভী সহ মোট ১১ টি গরু নিয়ে যায় । ১১ টি গরুর বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় ১৮ লক্ষ টাকা হবে বলে উল্লেখ করেন তিনি।
এ ঘটনার বিষয় নিয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বলেন ঘটনাটি সত্য আমরা খবর পেয়ে সেখানে গিয়ে ছিলাম।
কৃষক আলমগীর যমুনা নদীর ফাঁকা একটি চরের মধ্যে ঘর করে তারা স্বামী-স্ত্রী থাকেন আশেপাশে কোন ঘর- বাড়ি নেই। এমন একটি ফাঁকা চরে গরু বাছুর নিয়ে থাকা ঠিক হয়নি। কৃষক আলমগীর গরু চুরির বিষয়টি নিয়ে এখন পর্যন্ত থানায় কোন মামলা করেনি ।
তবে আমরা চৌহালী, টাঙ্গাইল সহ আশেপাশের সমস্ত থানার ওসির সাথে কথা বলেছি আমাদের প্রযুক্তি অনুযায়ী চোরচক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat