নিজস্ব প্রতিনিধি:
রাজধানী ঢাকায় জয়বাংলা শ্লোগান দিয়ে গণপিটুনির শিকার হওয়া সিরাজগঞ্জের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রে বেল্লাল হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় অ্যাডভোকেট আব্দুর রহমানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবিরা জামিন আবেদন করে। বিচারক জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট নাজমুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেন, যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে ৭দিনে রিমান্ড চাওয়া হয়েছে। তবে রিমান্ড শুনানীর দিন ধার্যের অপেক্ষায় রয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, আব্দুর রহমান ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের তিন নেতা নিহতের ঘটনায় দায়ের করা প্রতিটি মামলার এজাহার নামীয় আসামী।
উল্লেখ্য, রোববার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার গুলিস্তানে আওয়ামীলীগ কার্যালয়ের সামনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অবস্থানকালে জয় বাংলা শ্লোগান দিয়ে দিয়ে গণপিটুনির শিকার হন অ্যাডভোকেট আব্দুর রহমান। গণপিটুনির পর তাকে পুলিশে সোপর্দ করা হয়। সোমবার তাকে ঢাকা থেকে সিরাজগঞ্জে আনার পর হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat