প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ১:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৪, ১২:১৬ এ.এম
গাইবান্ধায় ইজি বাইক চার্জ দিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মৃত্যু

মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের খোলা মন্ডল বাজার সংলগ্ন উত্তর রসুলপুর গ্রামে বৃহস্পতিবার সকালে অটোরিকশা চার্জ দেয়ার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বিধান চন্দ্র (৩৪) ও স্ত্রী কমলী রাণী (২৯)।
স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) সকালে বিধান চন্দ্র দাস অটোরিকশা চার্জ দেয়ার জন্য সংযোগ দেয়ার সময় অসাবধানতাবশত হঠাৎ করে তারে হাত লেগে বিধান চন্দ্র বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এসময় তার স্ত্রী কমলী রাণী এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দু’জনে মারা যান। এ ব্যাপারে রসুলপুর ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিধান চন্দ্র ও তার স্ত্রী কমলী রাণীর মৃত্যুর বিষয়টি করেছেন।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat