প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৩:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ৫:৪৯ পি.এম
গাইবান্ধায় এলজিইডির সহায়তায় দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব

মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার রাস্তাঘাট উন্নয়নে এলজিইডি গাইবান্ধার পরিকল্পনা যেন মানুষের কল্যাণের আশীর্বাদ হয়েছে। এই অঞ্চলের মানুষের সেবা দিতে নিরলসভাবে কাজ করে আসছেন নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম। এলজিইডির বাস্তবায়নে সকল কাজ সঠিক তদারকির মাধ্যমে বুঝে নিয়ে দৃষ্টান্ত স্থাপন যেন তাঁর অনন্য।
গেল কিছুদিন আগে গাইবান্ধা সদর উপজেলার খোলাবাড়ি থেকে নারায়ণপুর ঘাঘট নদীর বাঁধের ২ কিমি রাস্তা,ফারাজি পাড়া থেকে কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বাধের রাস্তা ১৭০০ মি. কার্পেটিং কাজ সম্পন্ন হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার ভালো কাজ হওয়ায় এলাকাবাসীর যেন আনন্দের সীমা নেই।
পথিমধ্যে এক রিক্সা চালক জানান, এই এলাকায় আধুনিকতার ছোঁয়া পড়বে আমরা ভাবিনি কখনও। আগে এখান দিয়ে চলাচলে আমাদের অনেক কষ্ট হতো। খানাখন্দে ভরা ছিলো। রাস্তা পাকা হওয়ায় আমরা এখন খুব ভালোভাবে চলাচল করতে পারি। রাস্তার কাজের বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, রাস্তার কাজ হয়েছে নাম্বার ওয়ান। একজন্য সকল অফিসার ও ঠিকাদারকে ধন্যবাদ জানাই।
বাঁধে ঘুরতে আসা জামশেদ রিজওয়ান জিতু, জানান, আগে নদীর এখানে বেড়াতে। আসলে অনেক দুর্ভোগ পোহাতে হতো৷ তবে রাস্তা পাকাকরণের ফলে এখন অনেক সুবিধা হয়েছে। সবুজ প্রকৃতি ও সুন্দর পাকা রাস্তার সংমিশ্রণ মনকে বিমোহিত করে। রাস্তার কাজ তুলনামূলক অনেক ভালো হয়েছে। সবখানে এমন কাজ বাস্তবায়ন হলে উন্নয়ন সার্থক হবে।
সচেতনমহল বলছেন, সুন্দর পরিকল্পনা ও কাজের বাস্তবায়ন বলে দেয় উন্নয়ন কেমন হয়। এখানকার রাস্তা দুটি নির্মাণে ভালো মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে। আর অফিসের লোকজন সঠিক তদারকির মাধ্যমে কাজ বুঝে নিয়ে উন্নয়ন সার্থক করেছেন। এজন্যই সকলকে ধন্যবাদ জানাই।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat