
মাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়)এর সহকারী প্রকল্প পরিচালক সাফায়েত আলম ও সুলতান মাহমুদ।
শনিবার( ১৫ ফেব্রুয়ারী) গাইবান্ধা সদর উপজেলার মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শন করেছেন। এ সময় গাইবান্ধা সদর খামার ব্যবস্থাপক মোস্তফা কামাল তাদের সকল প্রকল্প এবং খামারের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুর রাশেদ, মৎস্য অধিদপ্তর রংপুর বিভাগের মৎস্যচাষ প্রকৌশলী নুরুজ্জামান, গাইবান্ধা জেলা মৎস্য দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (অতি. দা.) রবিউল হাই এবং অত্র দপ্তরের কর্মচারীবৃন্দ।