গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের একদিন পর ওবায়দুল্লাহ (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শিশু ওবায়দুল্লাহ পৌর সদরের খামারনাচকৈড় এলাকার আব্দুল্লাহ'র ছেলে। ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সবুজ এই তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (৬ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়।
শিশুটির বাবা আব্দুল্লাহ বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে আব্দুল্লাহ নিখোঁজ হয়। শুক্রবার অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পাওয়ায় শেষে পৌর সদরের বিভিন্ন এলাকায় মাইকিংও করা হয়। শনিবার পরিবারের আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করলে উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উজ্জ্বল হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat