রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী( রাজশাহী )প্রতিনিধিঃ
রাজশাহীতে র্যাব-৫ এর সদস্যরা গোদাগাড়ীতে অভিযান চালিয়ে প্রায় দেড় কেজি হেরোইন উদ্ধার করেছে। অভিযানে আটক হয়েছে এক মাদক কারবারী। আজ রোববার ভোর রাতে গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ ইউনিয়নের চরভূবনপাড়া এলাকায় এ অভিযান চালায় র্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।
আটক মাদক কারবারীর নাম শিশু শেখ (২১)। তিনি গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ এলাকার হাবিবুর রহমানের ছেলে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব জানতে পারে, গোদাগাড়ীর চরআষাড়িয়াদহ গ্রামের মিশু শেখ (২১) প্রতিবেশি রাষ্ট্র ভারত থেকে হেরোইন আমদানি করে বিক্রির জন্য তার বাড়িতে মজুদ রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ভোর রাত ৫টার দিকে মিশু শেখের বাড়ি ঘেরাও করে।
এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে মিশু শেখসহ তার সহযোগি পালানোর চেষ্টা করলে র্যাব মিশুকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, বাড়ির ভেতর খড়ের গাদার মধ্যে হেরোইন রয়েছে। তার দেয়া তথ্যে র্যাব তল্লাশী চালিয়ে ১ কেজি ৬শ’ ৮০ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat