মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
বেশ কয়েক দিন থেকে হঠাৎ করেই রাত হলে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারপাশ। রাত বাড়ার সাথে কুয়াশার তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে। বৃষ্টির ফোঁটার মতো টপটপ করে শিশির ঝরতে দেখা যায়। কুয়াশার তীব্রতায় সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না।
শুক্রবার রাতে এমন চিত্র ধরা পরেছে উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরের ঘোড়াঘাট মহাসড়ক ও এর আশপাশের এলাকায়।
এদিকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে দূরপাল্লার যানবাহন ধীরগতিতে চলাচল করছে। বেশ কিছু যানবাহন রাস্তার পাশে সারিবদ্ধভাবে ভাবে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। ঢাকা থেকে ছেড়ে আসা কয়েকজন বাস ও ট্রাক চালকের সাথে কথা হলে তারা জানান, ঘন কুয়াশার কারণে ব্যস্ততম এ সড়কে যান চলাচলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। ফগ লাইটও কাজে আসছে না। অনেক সময় সামনের পথ দেখতে পারছেন না তারা। দুই ঘণ্টার রাস্তা পার হতে ৫ থেকে ৬ ঘণ্টা লাগছে। এ ছাড়া মহাসড়কের বাঁক ও লিংক রোডগুলো পার হওয়ার সময়ও অধিক সতর্ক থাকতে হচ্ছে।
গোবিন্দগঞ্জ স্পেশাল সার্ভিসের বাস চালক খোরশেদ বলেন, ঘন কুয়াশার কারণে ২৫ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাস চালাতে হচ্ছে। বেশির ভাগ সময় রাস্তার উপর দেওয়া সাদা দাগের চিহ্ন দেখে গাড়ি চালাতে হচ্ছে। অনেক সময় খানিক দূরে রাস্তার উপর বিকল হওয়া গাড়ি গুলোও দেখা যাচ্ছে না। এতে করে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়ক।
আরেক ট্রাক চালক হাবিবুর বলেন, ঘন কুয়াশার কারণে কয়েকটি ট্রাক এক সাথে সারিবদ্ধভাবে চলতে হচ্ছে। এক সাথে চলা সামনের ট্রাক থাকছে বেশি ঝুঁকিতে। রাত যত বাড়ছে কুয়াশা আর বেশি পড়ছে। তাই সড়ক থেকে নিরাপদ দূরত্ব ট্রাক থামিয়ে সকাল হওয়ার অপেক্ষা করছি।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, সড়কে পুলিশ অবস্থান করছে। অনেক বাস ও ট্রাক চালককে সর্তক করা হচ্ছে। এ অবস্থায় সকল যানবাহনে ফগ লাইট ব্যবহারে গুরুত্ব দিয়ে এবং গতি নিয়ন্ত্রণে রেখে গাড়ি চালাতে পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিটি গাড়িকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হচ্ছে। চালকদের মনে রাখতে হবে সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat