মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
কড়া পুলিশি প্রহড়ায় দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি চাকরিতে সব গ্রেডে কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
বুধবার(১৭ জুলাই) বিকাল ৫ টার দিকে পৌরশহরের খেতাবমোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি মহাসড়ক ধরে বাসস্ট্যান্ড, আজাদমোড় ও গাইবান্ধা মোড় প্রদক্ষিন করে সাধনা ফিলিং স্টেশনের সামনে গিয়ে শেষ হয়। এসময় সাধারণ শিক্ষার্থীরা কোটাবিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পরে শিক্ষার্থীরা ঘোড়াঘাট-গাইবান্দা আঞ্চলিক সড়কে সাধনা ফিলিং স্টেশনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় অর্ধশত সাধারণ শিক্ষার্থী অংশ নেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিভিন্ন স্থানে কোটাবিরোধীদের উপর হামলা চালিয়েছে। এতে আমাদের ছয় জন শিক্ষার্থী শহীদ হয়েছে। আমরা এই হামলা তীব্র প্রতিবাদ জানাই। তাদের দাবী মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলতে থাকবে জানান।
টানা কয়েক দিন আন্দোলনের পর গত ৯ জুলাই কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। পরদিন হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা জারি করেন আপিল বিভাগ। এ আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে। তবে শিক্ষার্থীরা আপিল বিভাগের এই আদেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।