মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী ভ্যানে অজ্ঞাতনামা ট্রাকের ধাক্কায় এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন। রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টায় উপজেলার ভেলাইন ভান্ডারী বাজার এলাকায় মহাসড়কের উপর এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার কুলানন্দপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মিজানুর রহমান (৪০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমান টমেটো নিয়ে রাণীগঞ্জ বাজারে বিক্রি করার জন্য যাচ্ছিলেন।তিনিসহ কয়েকজনের ভ্যানটি বুলাকীপুর ইউনিয়নের ভান্ডারী বাজারে পৌছিলে দিনাজপুর গামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভ্যান থেকে মিজানুর রহমান ছিটকে রাস্তায় পড়ে যায়। সেমময় স্থানীয়রা গুরুতর আহত মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক। তিনি জানান, ধাক্কা দিয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি পালিয়ে যায়। ট্রাকটি সনাক্তের চেষ্টা চলছে। এবিষয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে। লাশটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat