মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ডোবায় পড়ে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম নাঈম হাসান। বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯ টায় পৌরশহরের ৯ নং ওয়ার্ডের ছখিনা পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম হাসান ওই এলাকার আইয়ুব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শিশুটি মাত্র হাঁটা শিখেছে। সকালে যখন পরিবারের সকলে কাজে ব্যস্ত। সেসময় সকালের অগোচরে বাড়ির পাশে টিউবওয়েলের জমানো ডোবার পানিতে পড়ে যায় শিশু নাঈম। পরে প্রতিবেশী এক ব্যক্তি ডোবার পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারকে খবর দেয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এসংক্রান্ত একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat