মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে মকবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় পৌরশহরের ওসমানপুরে এ ঘটনা ঘটে।
মকবুল হোসেন পৌরশহরের চক বামুনিয়া বিশ্বনাথপুরের মৃত সেকেন্দার ফকিরের ছেলে। পেশায় তিনি একজন কাপড় ব্যবসায়ী ছিলেন।
ফায়ার সার্ভিসের লিডার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল বেলার কোন এক সময় ঘাস কাঁটার জন্য মকবুল হোসেন বাড়ির পাশে জমিতে যান। জমির পাশ দিয়ে একটা পুকুর ছিল। ধারণা করা হচ্ছে ঘাস কাঁটার সময় তিনি পুকুরের পানিতে পড়ে যান। দীর্ঘ সময় বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। এক পর্যায়ে না পেয়ে সন্দেহ হলে ফায়ারসার্ভিসে খবর দেন। পরে ফায়ারসার্ভিস লোকজন পুকুরের পানিতে দেড় ঘন্টা ধরে খুঁজার পর তার মৃত দেহের সন্ধান পান। এসময় তার মৃত দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করেন বলে জানান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, বিষয়টি নিশ্চিত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat