মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ট্রাক ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী নিহত ও সাথে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৭টায় রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। এর আগে উপজেলার ভান্ডারি বাজার এলাকার কলাবাড়ি মাদ্রাসার সামনের মহাসড়কে বেলা আনুমানিক আড়াই টার সময়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি হলেন, উপজেলার বলগাড়ি শালিকাদহ এলাকার মৃত ইয়াজ উদ্দিনের ছেলে লুৎফর রহমান (৭৫) এবং আহত দুইজন একই এলাকার মৃত ইয়াসিন মুন্সির ছেলে আবুল কাসেম (৬৫) ও মৃত আব্দুর রউফের ছেলে জাহাঙ্গীর আলম (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা কার্যলয় থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন লুৎফর রহমান। পথি মধ্যে কলাবাড়ি মাদ্রাসার সামনে সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে অন্য দুই জনের সাথে কথা বলছিলেন তিনি। এরি মধ্যে দিনাজপুরের দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক সামনে থাকা অটোভ্যানকে পাশ কাটিয়ে যাওয়া সময় মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা লুৎফর রহমানসহ অন্য দুই জন পড়ে যায় এবং ট্রাকের পেছনের চাকার নীচে পড়ে লুৎফর রহমান পাঁ ছিন্নভিন্ন হয়ে যায়। সেসময় স্থানীয় লোকজন গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক ওই তিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। এসময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে লুৎফর রহমান মৃত্যু হয় এবং অপর দুই জনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি সনাক্ত করা এখনো সম্ভব হয়নি। খবর পেয়ে মৃত ব্যক্তির বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat