নাটোর প্রতিনিধিঃ
চুরি যাওয়া সেচ যন্ত্র পুনরুদ্ধারের দাবিতে নাটোরের নলডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন কৃষকরা।
রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার হালতিবিলে মাধনগর-হালতি সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করে হালতিবিলের কৃষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন,কৃষক ওয়াদুত মৃধা,মকলেছ সরদার,মুকুল সরদার,সবুজ প্রামানিকসহ প্রমূখ।
মানববন্ধনে কৃৃষকরা বলেন,বার বার সেচ যন্ত্র চুরির কারনে,আমরা কৃষক আমাদের অনেক ধকল সামলাতে হয়। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি তাঁদের অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয়। চোর চক্রটি থেকে বাঁচতে আমরা প্রসাশনের সহায়তা চাই। চোর চক্র ও চুরি যাওয়া সেচ যন্ত্র পুনরুদ্ধার এবং চোর চক্র আটক না হলে,আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
উল্লেখ্য,সম্প্রতি হালতিবিলে বৈদ্যুতিক মোটর চুরি,উপজেলার বুড়িরভাগ এলাকায় ৫ থেকে ৭টি বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। এছারা মাধনগর বাজারে ব্যবসায়ী বিদ্যুত সরদারের বরফ মিলের বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এছারা গকতবছরও হালতিবিলে ট্রান্সফরমার ও ব্রহ্মপুরে শ্যালো মেশিন চুরির ঘটনা ঘটেছে।
সম্পাদক ও প্রকাশক: আলহাজ্ব নুরুল হক নয়ন
✆ ০৯৬৩৮-৯০৭৬৩৬। ই মেইল: thedailydrishyapat@gmail.com
।
Copyright 2025 Pratidinerdrishyapat